ভারতে পাবজিসহ অ্যাপ নিষিদ্ধের সমালোচনায় চীন

0

পাবজিসহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার ভারতীয় সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে ভারতকে নিজেদের ভুল শোধরানোর আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার ভারত এই অ্যাপগুলো ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করার পর চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জাও ফেং জানিয়েছেন, ভারতের এই সিদ্ধান্তের ফলে বড় ক্ষতির মুখে পড়তে হবে চীনকে। কারণ, এই অ্যাপগুলির মধ্যে অনেক অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা কম নয়। ফলে সেইসব অ্যাপে বিনিয়োগের পরিমাণও বেশি।

তিনি আরও বলেন, কোনও রকমের আলোচনা ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে ভারত। এটি তাদের বড় ভুল। এই ভুল শুধরে নেওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

এই অ্যাপগুলির মধ্যে গেমিং অ্যাপ পাবজির ডাউনলোডের দিকে এক নম্বরে রয়েছে ভারত। প্রায় সাড়ে ১৭ কোটি ভারতীয় এই অ্যাপ ডাউনলোড করেছেন যা গোটা পৃথিবীতে ব্যবহারকারীর ২৪ শতাংশ। এর আগে টিকটকসহ ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। অর্থাৎ জুন মাস থেকে এখনও পর্যন্ত ১৭৭টি চীনা অ্যাপ নিষিদ্ধ করল দিল্লি।

টেনসেন্ট, আলিবাবার মতো বড় কোম্পানির বিনিয়োগ রয়েছে এইসব অ্যাপে।

ভারতীয় এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং। তিনি প্রশ্ন তুলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর চীনের জন্য হুমকি নন, তাহলে কেন পাবজি ভারতের জন্য হুমকি হবে? সূত্র: হিন্দুস্তান টাইমস, দ্য ওয়াল

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com