জুম’আর নামাজ আদায় শেষে মিশর ও গ্রীসকে কঠোর বার্তা দিলেন এরদোগান

0

আয়াসোফিয়া গ্র্যান্ড মসজিদে পবিত্র জুম’আর নামাজ আদায় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

আজ শুক্রবার (৭ আগস্ট) দ্বিতীয়বারের মতো ঐতিহাসিক এই মসজিদটিতে জুম’আর নামাজ আদায় করেছেন তিনি।

জুম’আর নামাজ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এই তুর্কি প্রেসিডেন্ট।

মিশর ও গ্রীসের মধ্যকার সাম্প্রতিক সম্পাদিত সমুদ্র চুক্তির বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, পূর্ব ভূমধ্যসাগরীয় অর্থনৈতিক অঞ্চলে মিশর ও গ্রীসের সমুদ্র চুক্তি নিষ্ফল এবং অযৌক্তিক।পূর্ব ভূমধ্যসাগরীয় অর্থনৈতিক অঞ্চলে তাদের চুক্তি কোনো প্রভাব ফেলতে পারবে না।

তিনি আরো বলেন, তাদের সাথে আলোচনার কোনো প্রয়োজন নেই যাদের কোনো অধিকার নেই। বিশেষত, সমুদ্রে যাদের কর্তৃত্ব নেই।

গেলো বৃহস্পতিবার (৬ আগস্ট) পূর্ব ভূমধ্যসাগরে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে গ্রীসের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা দেয় মিশর।

এই ঘোষণার পর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিন্দা জানিয়ে বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রীস এবং মিশরের পারস্পরিক কোনো সমুদ্রসীমা নেই এবং তুরস্কের চোখে এই চুক্তিটি বাতিল এবং অকার্যকর।

বিবৃতিতে আরো বলা হয়, সমুদ্র চুক্তিটিতে যে সীমানা নির্ধারণ করা হয়েছে তা তুরস্কের কন্টিনেন্টাল শেল্ফে অবস্থিত আর এই বিষয়টি আঙ্কারা জাতিসংঘকে জানিয়েছে।

পূর্ব ভূমধ্যসাগরে দীর্ঘতম উপকূলরেখা থাকা সত্ত্বেও দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশ কর্তৃক নিজেদের সামুদ্রিক কর্তৃত্ব থেকে বঞ্চিত করার প্রচেষ্টার বিরোধিতা করতে হচ্ছে তুরস্ককে।

বিভিন্ন দেশ প্রচেষ্টা চালাচ্ছে মূলত,তুরস্ককে নিজেদের সামুদ্রিক অঞ্চলে এনার্জি রিসোর্সের গবেষণা ও অনুসন্ধানের অধিকার থেকে বঞ্চিত করতে।কেনোনা তুরস্ক আঞ্চলিক দেশগুলোকে সেই এনার্জি রিসোর্সে ন্যায়সংগত অধিকার প্রদানের উৎসাহ দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত নভেম্বরে তুরস্ক ও লিবিয়া দু’দেশের মধ্যে সমুদ্রসীমা নির্ধারণের ক্ষেত্রে একটি যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেছিল।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com