বিস্ফোরণের অজুহাতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলার রায় স্থগিত

0

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের অজুহাত দেখিয়ে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী ও সুন্নি নেতা রফিক আল হারিরি হত্যা মামলার রায় স্থগিত করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যায় জড়িত শিয়াপন্থি চার হিজবুল্লাহ নেতার বিরুদ্ধে রায় ঘোষণার কথা ছিল আদালতের।

বুধবার (৫ আগষ্ট) জাতিসংঘ সমর্থিত একটি ট্রাইবুনাল হারিরি হত্যাকাণ্ডে রায় স্থগিতের ঘোষণা দেয়।

আদালতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী শুক্রবার হারিরি হত্যা মামলার রায় ঘোষণা হচ্ছেনা। এটি আগামী ১৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, “বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় লেবাননের বিশেষ ট্রাইবুনাল (এসটিএল) গভীরভাবে শোকাহত। ট্রাইবুনালের পক্ষ থেকে বিস্ফোরণে নিহত ও আহতদের প্রতি সমবেদনা প্রকাশার্থে হারিরি হত্যা মামলার রায় আগামী ১৮ আগষ্ট পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।”

উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারী একটি ট্রাক বোম্বিংয়ে গুপ্তহত্যা করা হয় লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক বাহাউদ্দীন আল হারিরিকে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত ৪ শিয়া পন্থী হিজবুল্লাহ সদস্যের বিচার জাতিসংঘ সমর্থিত লেবাননের বিশেষ ট্রাইবুনালে প্রক্রিয়াধীন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com