এরদোগান ও ইমরান খানের ঈদ শুভেচ্ছা বিনিময়

0

তুরস্কের প্রেসিডেন্ট ও প্রভাবশালী মুসলিম নেতা রজব তাইয়েব এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা বিনিময় করেছেন। খবর আনাদোলু এজেন্সি’র।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক
বিবৃতিতে বলা হয়েছে, শনিবার (১ আগষ্ট) টেলিফোনে ঈদ শুভেচ্ছা বিনিময় করার পাশাপাশি করোনা ভাইরাসসহ বিভিন্ন কৌশলগত পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই মুসলিম নেতা।

এসময় আয়াসোফিয়া গ্র্যান্ড মসজিদটি নামাজের জন্য পুনরায় চালু করার জন্য এরদোগানকে অভিনন্দন জানান ইমরান খান। এবং সাথে সাথে এটাও বলেন, আয়াসোফিয়ায় পূণরায় নামাজ চালু হওয়ার অনুষ্ঠানটি লক্ষ লক্ষ পাকিস্তানি টেলিভিশনে উপভোগ করেছে।

কোভিড -১৯ মোকাবেলায় বিশ্বব্যাপী লড়াইয়ে তুরস্কের ভূমিকা এবং পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশকে সমর্থন দেওয়ার জন্য খাঁন তুরস্কের প্রশংসা করেন। দুই দেশের ঔষধশিল্প উন্নয়নে একসাথে কাজ করার বিষয়েও আলোচনা করেন তারা। এছাড়াও সমসাময়িক সকল ইস্যুতে একে অপরের পাশে থাকার ব্যাপারে সম্মতি প্রকাশ করেন।

বিবৃতিতে আরো বলা হয়েছে, পারস্পরিক বিশ্বাস, বোঝাপড়া ও ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে পাকিস্তান-তুরস্কের কৌশলগত সম্পর্কের গড়ে ওঠেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com