আল-আকসা মসজিদের গেট বন্ধের নির্দেশ দিয়েছে ইহুদীবাদী ইসরাইলের আদালত

0

ফিলিস্তিনের জেরুসালেমে অবস্থিত মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল-আকসা মসজিদের পূর্ব গেট বাব আল-রহমা বন্ধ করার নির্দেশ দিয়েছে ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আদালত।

সোমবার (১৩ জুলাই) ইসরায়েলের আদালত এই আদেশ দেয়।

জর্দান পরিচালিত ইসলামিক এন্ডোমেন্টস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরাইলের পুলিশ অধিদপ্তর এই গেইটটি বন্ধ করার ব্যপারে আদালতের সিদ্ধান্ত জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে।

ইসলামিক এন্ডোমেন্টস কর্তৃপক্ষ বলেছে, মুসলিমরা দখলদার ইসরাইলের এই অবৈধ সিদ্ধান্ত সমর্থন বা স্বীকৃতি দেয় না। বাব আল-রহমা আল-আকসা মসজিদের একটি অবিচ্ছেদ্য অঙ্গ।

এছাড়াও ইসরাইলি আদালতের গেটটি বন্ধ করার সিদ্ধান্তের পেছনের কারণ এখনো স্পষ্ট নয়।

১৯৬৭ সালের আরব-ইসরাইলি যুদ্ধের সময় ইহুদীবাদী ইসরাইল পূর্ব ফিলিস্তিনের জেরুসালেম দখল করেছিল। যেখানে বর্তমান আল-আকসা অবস্থিত।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com