ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান ইরাকি সাংসদদের

0

ইরাকের কয়েকজন সংসদ সদস্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরাকি সংবাদমাধ্যম আল-মা’লুমা এ তথ্য জানিয়েছে।

ইরাকের কয়েকজন সংসদ সদস্য (রোববার) এক বিবৃতিতে আরো বলেছেন, ইরাকি কমান্ডার শহীদ আবু মাহদি আল মুহানদেস এবং ইরানি জেনারেল শহীদ কাসেম সোলাইমানিকে ইরাকের মাটিতে হত্যার বিচার করতে হবে। যারা আমেরিকার এই অপরাধের বিষয়ে নীরব থাকবে তারা বিশ্বাসঘাতক হিসেবে গণ্য হবে। তারা ওই বিবৃতিতে আরও বলেছেন, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়ে সরকারকে সাহসী অবস্থান নিতে হবে।

এর আগে গতকাল ইরাক সংসদের আল-ফাতাহ জোটের সংসদ সদস্যরা আরেক বিবৃতিতে সেদেশের জনপ্রিয় পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দেস হত্যার বিরুদ্ধে জাতিসংঘে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রক্রিয়া দ্রত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, যত দ্রুত সম্ভব আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘে এই অভিযোগ দায়ের করতে হবে।

এর আগে ইসলামি প্রজাতন্ত্র ইরান জেনারেল সোলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে।

গত ৩ জানুয়ারি (শুক্রবার) ইরাকের বাগদাদ বিমানবন্দরের বাইরে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় শহীদ হন ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি ও ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সের উপ-প্রধান আবু মাহদি আল-মুহান্দেসসহ ১০ সামরিক কর্মকর্তা।

এর দুদিন পরই ইরাকের সংসদে মার্কিন সেনাদের বহিষ্কারের প্রস্তাব পাস হয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com