বিশ্বে একদিনে রেকর্ড সংক্রমণ

0

আবার একদিন বা ২৪ ঘন্টায় বিশ্বে সর্বোচ্চ সংখ্যাক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এই সংখ্যা দুই লাখ ৩০ হাজার ৩৭০। সবচেয়ে বেশি সংক্রমিতের তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকা। এসব তথ্য সরকারি হিসাবের ওপর ভিত্তি করে। বিশেষজ্ঞরা মনে করেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে বহুগুন বেশি। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে একদিনে সর্বোচ্চ সংক্রমণ হয়েছিল ১০ই জুলাই। এদিন বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছিলে ২ লাখ ২৮ হাজার মানুষ। কিন্তু রোববার সেই রেকর্ড ভঙ্গ হয়েছে।

তবে মৃতের সংখ্যা এদিন আগের মতোই ছিল। রোববার করোনায় বিশ্বে মারা গেছেন প্রায় ৫০০০ মানুষ। যুক্তরাষ্ট্রের পর করোনার দ্বিতীয় হটস্পটে পরিণত হয়েছে ব্রাজিল। সেখানে ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৩১ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬৪ হাজার ৬৮১। এই তথ্য জনস হপকিনস ইউনিভার্সিটির। ওদিকে এ বছরে বিশ্বজুড়ে কোম্পানিগুলোর ঋণ গ্রহণ করবে এক লাখ কোটি ডলার। ৯০০ প্রতিষ্ঠানের ওপর সম্পদ ব্যবস্থাপনা বিষয়ক গ্রুপ জানুস হেন্ডারসন নতুন এক গবেষণা চালিয়ে বলেছে, অর্থনীতিকে সচল রাখতে কোম্পানিগুলো এ কাজ করবে। করপোরেট খাতে ঋণ বৃদ্ধি পাবে শতকরা ১২ ভাগ। বৃদ্ধি পেয়ে এই ঋণ দাঁড়াবে ৯ লাখ ৩০ হাজার কোটি ডলার।
ওদিকে ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা কমপক্ষে ১৫ হাজার। সেখানে স্কুলগুলো খুলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ফ্লোরিডা যদি একটি দেশ হতো তাহলে তা একদিনে নতুন সংক্রমণে বিশ্বের চতুর্থ দেশ হতো। জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্যমতে বিশ্বে এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৫ লাখ ৬৮ হাজার মানুষ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com