ইসলাম বিদ্বেষীরাই সার্বভৌমত্ব নিয়ে কথা বলে: এরদোগান

0

দেড় হাজার বছরের পুরনো বিশ্ব ঐতিহ্য আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রুপান্তর তুরস্কের ইচ্ছা এবং অধিকার বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট এরদোগান। আল জাজিরা

বাইজেন্টাইন সম্রাটদের তৈরি এই অর্থোডক্স গির্জা অটোমান শাসকরা চতুর্দশ শতকে মসজিদে রুপান্তর করেন।

আধুনিক তুরস্কের জনক কামাল আর্তাতুক ধর্মনিরপেক্ষতার নির্দশন হিসেবে ১৯৩৪ সালে এটিকে রূপান্তর করেন জাদুঘরে। ৯০ বছর পর এটিকে আবার নামাজের জন্য উন্মুক্ত করেছে এরদোগান সরকার। তবে তুরস্ক বলছে, মসজিদে রূপান্তর করলেও আয়া সোফিয়া ব্লু মসজিদের মতোই সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

এর প্রেক্ষিতে এরদোগান বলেন, ‘কে কি বলবে তা ভেবে আমরা এই সিদ্ধান্ত নেই নি। এটি আমাদের অধিকার এবং আমাদের দেশের ইচ্ছে।’ এরদোগান আরও বলেন, যারা কি না নিজেদের দেশে ইসলামোফোবিয়া নিয়ন্ত্রণে কিছু করতে পারছে না তারাই তুরস্কের সার্বভৌমত্বের চর্চার ওপর আঘাত করছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com