ইসরাইলি পরিকল্পনা রুখতে সম্মিলিত ফ্রন্ট খোলার আহ্বান হানিয়ার

0

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া জর্দান নদীর পশ্চিম তীরের একাংশকে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রুখে দেয়ার জন্য আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি গতকাল (শনিবার) আরব দেশগুলোর এক অনলাইন বৈঠকে এ আহ্বান জানান। তিনি ইসরাইলি পরিকল্পনা রুখে দেয়ার জন্য আরব দেশগুলোকে একটি ফ্রন্ট গড়ে তোলার আহ্বান জানান।

হানিয়া বলেন, দখলদার সরকারকে তার অশুভ লক্ষ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি কর ফিলিস্তিনিদের মধ্যে  ঐক্য ও সংহতি জোরদার এবং সশস্ত্র প্রতিরোধসহ ইসরাইলের বিরুদ্ধে সংগ্রামের সবগুলো উপায় অবলম্বন করতে হবে।

জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি (ফাইল ছবি)

আমেরিকার পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী ইসরাইল পশ্চিম তীরের ৩০ শতাংশ ভূমি নিজের অন্তর্গত করে নেবে বলে একটি পরিকল্পনা চূড়ান্ত করেছে। গত ১ জুলাই এ পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ছিল; কিন্তু আন্তর্জাতিক সমাজের তীব্র বিরোধিতার কারণে পরিকল্পনাটি বাস্তবায়নের কাজ পিছিয়ে দিয়েছে তেল আবিব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com