সোলেইমানির অবস্থান জানানো সিআইএ গুপ্তচরকে মৃত্যুদণ্ড ইরানের

0

ইরানি জেনারেল কাসেম সোলেইমানির ব্যাপারে আমেরিকা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাকে তথ্য দেয়া নাগরিকের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে দেশটির সরকার।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলামহোসেইন ইসমাইল টেলিভিশনে প্রচারিত সংবাদ সম্মেলনে ওই গুপ্তচরের নাম উল্লেখ করে মঙ্গলবার বলেন, ‘সিআইএ এবং মোসাদের গুপ্তচর মাহমুদ মুসাবি-মাজদকে মৃত্যুদণ্ডের সাজা দেয়া হয়েছে। সে শহীদ সোলেইমানির ব্যাপারে আমাদের শত্রুপক্ষকে তথ্য দিয়েছিল।’

এই সাজা কখন কার্যকর হবে সে বিষয়ে কোনো তথ্য দেননি ইসমাইল। মাজদ কীভাবে তথ্য পাচার করেছেন সে বিষয়েও কোনো ব্যাখ্যা দেননি ওই কর্মকর্তা।

গত ৩ জানুয়ারি ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানি নিহত হন। হামলায় ইরাকি মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও মারা যান।

ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীর ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় ২৫ যোদ্ধা নিহত হওয়ার পর  মার্কিন সামরিক ঘাঁটির ওপর রকেট হামলা চালিয়ে একজন আমেরিকান ঠিকাদারকে হত্যা করে ইরান।

এরপর পাল্টা ব্যবস্থা হিসেবে হামলা চালায় আমেরিকানরা। সেই হামলায়ই প্রাণ হারান ইরানের সবচেয়ে ক্ষমতাধর জেনারেল এবং বিপ্লবী গার্ড বাহিনী কুদসের প্রধান কাসেম সোলেইমানি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com