সরকার কারও কথা শোনে না তারা একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে -মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈশ্বিক এ দুর্যোগ মোকাবিলায় আরও আগেই জাতীয় ঐক্য বা টাস্কফোর্স গঠনের প্রয়োজন ছিল। কিন্তু সরকার কারও কথা শোনে না। তারা একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে বলেই এখন পর্যন্ত তা না করে একই নীতিতে চলছে। সরকার না চাইলে বিরোধী দল কীভাবে কাজ করবে। জাতীয় ঐক্য ও টাস্কফোর্স গঠনে বিএনপির আহ্বান প্রসঙ্গে টেলিকনফারেন্সে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, বিরোধী দলের হাতে তো কোনো ক্ষমতা নেই। বিরোধী দলের হাতে সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য অধিদফতর, ডাক্তার-নার্স কোনো কিছুই নেই। এটা করতে হবে সরকারকেই।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com