এই সময়ে মানুষের পাশে না দাঁড়ানো হবে ভয়াবহ অন্যায়: আ স ম রব

0

করোনার ভয়াবহ  সংকটে হত-দরিদ্র  মানুষের পাশে না দাঁড়ালে, তা হবে মানবতার প্রতি ভয়াবহ অন্যায় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব। নিজেদের সামর্থ্যের সবটুকু নিয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন তিনি। 

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানান আ স ম রব।

জে এস ডির উদ্যোগে বাংলাদেশের কয়েকটি  জেলায় ত্রাণ সামগ্রী  বিতরণ করা হয়। “জাতীয় দুর্যোগ ও ত্রাণ কেন্দ্রীয় সমন্বয় কমিটি”র পক্ষে ঢাকা মহানগরীর কোতোয়ালি, পোস্তগোলা এবং মীরপুরে জেএসডি’র কেন্দ্রীয় নেতা কামাল উদ্দীন পাটোয়ারীর তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ করা হয়।

এ ছাড়া সিরাজগঞ্জ, ফেনী, খুলনা, রংপুর, পাবনা, নাটোর, বি-বাড়িয়ায় জেএসডির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলায় ত্রাণ সামগ্রী বিতরণে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক এ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com