প্রেস বিজ্ঞপ্তি —
মৌলভীবাজার জেলাধীন ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী মোঃ শাহ আলম আহমদকে গতকাল সোমবার, এপ্রিল ২০, ২০২০ বিকেল সাড়ে পাঁচটায় অজ্ঞাত সাদা পোশাকধারীরা র্যাব পরিচয়ে তুলে নিয়ে যায়। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের বিষয়টি বেমালুম অস্বীকার করছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, এই ধরণের অমানবিক বিষয়টিকে কেন্দ্র করে মোঃ শাহ আলম আহমেদ এর পরিবার-পরিজনসহ দলীয় নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছেন।
মোঃ শাহ আলম আহমেদকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তুলে নিয়ে গেছে বলে দাবি করে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বার্তা প্রেরক,
(বেলাল আহমেদ)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি