মৌলভীবাজারে ছাত্রদল কর্মীকে গুমের ঘটনায় রিজভীর উদ্বেগ প্রকাশ

0

মৌলভীবাজার জেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রদলের কর্মী মো. শাহ আলম আহমদকে র‌্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর অস্বীকার করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সোমবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় অজ্ঞাত সাদা পোশাকধারীরা র‌্যাব পরিচয়ে ছাত্রদল কর্মী মো. শাহ আলম আহমদকে তুলে নিয়ে যায়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের বিষয়টি বেমালুম অস্বীকার করছে। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, এই ধরণের অমানবিক বিষয়টিকে কেন্দ্র করে মো. শাহ আলম আহমেদের পরিবার-পরিজনসহ দলীয় নেতা-কর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন।

মো. শাহ আলম আহমেদকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাই তুলে নিয়ে গেছে বলে দাবি করে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার জোর দাবি জানান রিজভী।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com