সরকারের অব্যবস্থাপনায় অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে : আমীর খসরু

0

সরকারের অব্যবস্থাপনার কারণে হাসপাতালগুলোতে অমানবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামের ৫ টি বেসরকারি হাসপাতালে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম শাখার পক্ষ থেকে পিপিই বিতরনকালে এক অনুষ্ঠানে স্কাইপেতে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। আমীর খসরু বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালগুলোতে পর্যাপ্ত কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। হাসপাতালের যারা নার্স আছেন তাদের খাবারের কোনো

ব্যবস্থা নাই। এই যে চরম অব্যবস্থাপনা তৈরি হয়েছে তার একটা মাত্র কারণ হচ্ছে- সরকারের চরম অবহেলা এবং অজ্ঞতা অথবা সেই মানসিকতাই তাদের তৈরি হয়নি কিভাবে এই জিনিসটাকে মোকাবিলা করতে হয়।

তিনি বলেন, বর্তমানে একটা ভয়াবহ অমানবিক পরিস্থিতি বিরাজ করছে। সারাদেশের চিকিৎসকগগণ তাদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগিদের সেবা দিয়ে যাচ্ছেন।
কিন্তু সরকার চিকিৎসকদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পিপিই দিতে পারেনি।
ইতিমধ্যে দুইজন চিকিৎসক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা এই অবস্থা থেকে বেরুনোর জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছি। আসুন আজকে আমরা যে
যেখানে আছি, যেভাবে পারি আমরা যেন মানুষের জন্যে এই চরম দুর্দিনে তাদের
পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ইউএসটিসি, মা শিশু ও জেনারেল হাসপাতাল, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, সাউদার্ণ মেডিকেল কলেজ, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে পিপিই প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারন সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান,সাবেক সাধারন সম্পাদক একরামুল করিম,
ড্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. মো: জসিম উদ্দিন, ড্যাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দীন আহমেদ মানিক,
ডা. মো: আবুল কালাম,ডা. কামরুন নাহার দস্তগীর ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com