শ্রীপুরে বিএনপি নেতার খাবার বিতরণ
গাজীপুরের শ্রীপুর পৌরসভা এলাকায় করোনাভাইরাসের সংক্রমণরোধে কর্মহীন হয়েপড়া প্রায় দেড় হাজার স্বল্প আয়ের পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল্ল্যাহ্ শহিদ।
বৃহস্পতিবার পৌর এলাকার কেওয়া পশ্চিম খণ্ড (দারগারচালা) গ্রামে প্রথম ধাপে তিনি খাদ্য বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামাদলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা এমএস রুহুল আমিন, জেলা বিএনপির সদস্য হুমায়ুন কবির সরকার, নাহিন আহমেদ মোমতাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল হক, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কবির সরকার, জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, আপেল মন্ডল প্রমুখ।
মো: শহিদুল্ল্যাহ্ শহিদ বলেন, মরণঘাতী করোনার প্রভাবে শ্রীপুর পৌর এলাকার স্বল্প আয়ের অনেক পরিবার মানবেতর জীবন যাপন করছেন। এদের মধ্যে মধ্যবিত্ত পরিবারও রয়েছে। এসব কর্মহীন দেড় হাজার পরিবারের মাঝে প্রথম অবস্থায় খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।