বিএনপি নেতা এম এ ছাত্তারের উদ্যােগে বাড়ি বাড়ি গিয়ে এক হাজার পরিবারে ত্রান বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও জেলা বিএনপির অাহবানে সারা দিয়ে যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি, এম এ ছাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম এ ছাত্তারের সার্বিক সহযোগিতায় সুনামগঞ্জের জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে এক হাজার অসহায় দিনমজুর ও সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ত্রান বিতরণ করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী এম এ ছাত্তার গ্রুপের নেতাকর্মীরা ১৫ এপ্রিল বুধবার জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে করোনা ভাইরাসে কর্মহীন ঘরেবন্দি অসহায় দিনমজুর ও সাধারণ মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেন। জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে উপজেলার ৫ শতাধিক খাদ্য সামগ্রী ত্রান বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ- যুব বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যু্বদলের যুগ্ম-সাধারন সম্পাদক এম এম সুহেল, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অাহবায়ক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র নেতা জাহেদ অাহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা সিদ্দিক অাহমদ, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম জাবেদ।
এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা বিএনপির সহ- যুব বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা যু্বদলের যুগ্ম-সাধারন সম্পাদক এম এম সুহেল, সুনামগঞ্জ জেলা যুবদলের অন্যতম সদস্য জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম অাহবায়ক জাহেদ অাহমদ জানান, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম এ ছাত্তার- এর সার্বিক সহযোগিতায় জগন্নাথপু্রে এম এ ছাত্তার গ্রুপের নেতাকর্মীরা অসহায়, কর্মহীন, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ- ৩ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে এক হাজার অসহায় পরিবারের নিকট বাড়ি বাড়ি গিয়ে অামাদের নেতাকর্মীরা এসব খাদ্যসামগ্রী বিতরণ করছেন। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, পেঁয়াজ, আলু, তৈল, লবন ইত্যাদি ছিল।