ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে ফখরুলের শোক
করোনা আক্রান্ত হয়ে ডাক্তার মঈন উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
বিএনপি মহাসচিবের বরাত দিয়ে শায়রুল কবির বলেন, করোনা ভাইরাস সংক্রমণে সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. মঈন উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৫ এপ্রিল) কুর্মিটোলা হাসপাতালে মারা যান। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।
তিনি বলেন, চিকিৎসক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান।