মাওলানা তৈয়ব আলীকে গ্রেফতারের নিন্দা জানিয়েছে জামায়াত

0

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা শাখা জামায়াতের সেক্রেটারি মাওলানা তৈয়ব আলীকে গ্রেফতার করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘মাওলানা তৈয়ব আলীকে অন্যায়ভাবে গ্রেফতার করার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা শাখা জামায়াতের পক্ষ থেকে কয়েক দিন পূর্বে উপজেলার বিভিন্ন জায়গায় অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। মাওলানা তৈয়ব আলী সেই সব কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি বাধাগ্রস্ত করতেই মাওলানা তৈয়ব আলীকে গ্রেফতার করা হয়েছে।

দেশে বর্তমান বিরাজমান পরিস্থিতিতে লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ‘দিন আনে দিন খায়’এমন অসহায় দরিদ্র মানুষরা খাবারের আশায় এদিক-ওদিক ছুটাছুটি করছে। এমনই এক নাজুক পরিস্থিতিতে জামায়াতে ইসলামী দেশব্যাপী ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলাতেও ত্রাণ সামগ্রী বিতরণের কর্মসূচি চলছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যখন অসহায়-দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছিল, তখন এই গ্রেফতারের ঘটনা ঘটল। তার এই গ্রেফতারের ঘটনা শুধু দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রতি উপহাসই নয়, অমানবিকও বটে। আমি এই অমানবিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা দাবি করছে, ত্রাণ কার্যক্রম শুধু তারাই চালাবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এ দেশ কোনো ব্যক্তি বা দলের একার নয়। প্রত্যেক নাগরিকের অধিকার আছে বিপদে মানুষের পাশে দাঁড়ানোর। অতএব, বাড়াবাড়ি বন্ধ করে অবিলম্বে মাওলানা তৈয়ব আলীকে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। -বিজ্ঞপ্তি

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com