‘ত্রাণচোরদের’ দৃষ্টান্তমূলক শাস্তি চায় এলডিপি
ভয়াবহ করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে হতদরিদ্র জনগোষ্ঠীর ত্রাণের চাল চুরি ও আত্মসাৎকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ২০ দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এলডিপি সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, করোনার সংকটকালে লকডাউন পরিস্থতিতে অসহায় জনগণের জন্য সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি ‘ত্রাণচোরদের’ কারণে ব্যর্থ হতে চলছে। সরকারের বরাদ্দকৃত ত্রাণের বেশিরভাগই স্থানীয় সরকারি দলের নেতাকর্মীরা আত্মসাৎ করছে।
তাদের অভিযোগ, মাঠ পর্যায়ে বহু জায়গায় দুর্নীতি-স্বজনপ্রীতি-দলীয়করণ করা হয়েছে। দুর্নীতিবাজ, চোর, আত্মসাৎকারী, কালোবাজারি, মজুদদারদের ভ্রাম্যমাণ আদালতে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।