করোনা প্রতিরোধে জরুরি অবস্থা জারি করুন
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক কর্নেল (অব.) অলি আহমদ দেশে কারফিউ বা জরুরি অবস্থা জারির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, করোনার থাবা গত চার দিন থেকে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জরুরি অবস্থা জারি করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। অলি আহমদ বলেন, ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ তাদের জনগণকে ঘরে থাকতে বাধ্য করতে কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণা করেছে। করোনাভাইরাসের প্রকোপ থেকে জাতিকে রক্ষা করার জন্য বাংলাদেশেও কারফিউ বা জরুরি অবস্থা ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
এখন অর্থবৃত্তের কথা চিন্তায় না এনে জীবন বাঁচানোর চেষ্টা করুন। বেঁচে থাকলে অর্থের সংকট হবে না ইনশাআল্লাহ। বিবৃতিতে বলা হয়, সমগ্র জাতির প্রতি অনুরোধ সরকারের ওপর সম্পূর্ণ নির্ভরশীল হওয়া উচিত হবে না। বিগত দিনের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে প্রতিনিয়ত ক্ষমা চাইতে হবে। সরকারি নির্দেশ অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। দয়া করে অতি জরুরি না হলে নিজে ঘর থেকে বের হবেন না এবং পরিবারের কাউকে বের হতে দেবেন না।