সমস্যাগ্রস্ত আইনজীবীদের অনুদান দিন

0

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের সব বারে যেসব নবীন ও সমস্যাগ্রস্ত আইনজীবী রয়েছেন, তাদের বার কাউন্সিলের রিলিফ ফান্ড থেকে অনুদান দেওয়ার অনুরোধ জানিয়েছেন কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। গতকাল গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে এ অনুরোধ জানান তিনি। বিবৃতিতে তিনি বলেন, ‘করোনাভাইরাসে পুরো দেশ লকডাউন। একই সঙ্গে আদালতের কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় দেশের সব বারে যেসব আইনজীবী অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়েছেন, তাদের এককালীন অনুদান দেওয়ার জন্য বার কাউন্সিল কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com