ঋণ নয়, টাকা অনুদান হিসেবে দিতে হবে — আমীর খসরু মাহমুদ চৌধুরী

0

বিএনপির জাতীয় স্থায়ীকমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের প্রণোদনা প্যাকেজ এক ধরনের ঋণ।

তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে যে জিডিপির ৩% অর্থাৎ ৮৭ হাজার কোটি টাকা যে প্যাকেজ প্রস্তাব দিয়েছে তা অনুদান হিসেবে দেয়ার জন্য দাবি জানানো হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যে আর্থিক প্রণোদনার ঘোষণা দিয়েছে তা ঋণ হিসেবে দেয়া হয়েছে। তাহলে তো হবে না। তবে ৯ শতাংশ হারে সুদের বিপরীতে যে ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে এটাকে আমরা স্বাগত জানাতে পারি। এই ভর্তুকির পরিমাণও তো কম।
সাবেক এই বাণিজ্য মন্ত্রী বলেন, যেখানে শিল্প প্রতিষ্ঠান সচল রাখা সম্ভব হচ্ছে না। শ্রমিকরা কাজ করার সুযোগ পাচ্ছে না সেখানে মালিকরা ঋণ নিয়ে তা কিভাবে পরিশোধ করবে? কাজ করতে না পারলে পরিশোধের তো সুযোগই থাকবে না। সরকার গার্মেন্টস প্রতিষ্ঠানগুলোকে যে ৫হাজার কোটি টাকার প্রণোদনার কথা বলছে সেখানেও ২শতাংশ হারে সুদের কথা বলা হয়েছে। এটা তো আসলে একটা লোন।

বিএনপির এই নেতা বলেন, ঋণ সুবিধা নয় আমরা বলেছি সরকারের অনুদান শিল্প প্রতিষ্ঠানের জন্য দিতে হবে। এছাড়া শ্রমিকদের জন্য যে সাবসিডি দেওয়া হবে সরাসরি তা শ্রমিকদের ব্যাংক একাউন্টে যেতে হবে। কিন্তু যতুটুকু জানতে পেরেছি তাতে এই ধরনের কোনো ঘোষণা নেই প্রস্তাবে।

তিনি বলেন, টাকা তো অনুদান হিসেবে দিতে হবে। ঋণ দিয়ে তো এই ক্ষতি পূরণ করতে পারবে না। আর এটা যদি পূরণ করা সম্ভব না হয় তাহলে তো প্রতিষ্ঠানগুলো দাঁড়াতে পারবে না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com