সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে

0

দুর্যোগ মোকাবিলায় সরকারের সমন্বয়হীনতা সংকট আরও বৃদ্ধি করবে বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি।

গার্মেন্টস শিল্পের সমন্বয়হীনতা নিয়ে রোববার জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার এক বিবৃতিতে বলেন, গার্মেন্টস শিল্প খোলা রাখা এবং বন্ধ রাখা নিয়ে তেলেসমাতি কারবারে শ্রমিকদের প্রচণ্ড ঝুঁকিতে ফেলেছে, ক্ষতিগ্রস্থ করেছে এবং করোনা সংক্রমণ বিস্তারে সহায়ক হয়েছে। এসব প্রশ্নে সরকারের একক দলীয় দৃষ্টিভঙ্গি জাতীয় ঐক্য গড়ে তুলতেও বিঘ্ন সৃষ্টি করছে যার পরিণাম হতে পারে ভয়াবহ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com