করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিএনপির জরুরী, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রস্তাব

0

বিএনপি মহাসচিব প্রদত্ত বক্তব্যের উল্লেখযোগ্য পয়েন্ট নিচে দেয়া হলো —

* করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বিএনপির জরুরী, মধ্য ও দীর্ঘ মেয়াদী প্রস্তাব

* দেশেবিদেশে অব্যাহত মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ

* ডাক্তার,নার্স ও স্বাস্থ্যসেবীদের চলমান মহান ভূমিকায় কৃতজ্ঞতা ও সংহতি

* স্বাস্থ্যসেবীদের জন্য অবিলম্বে পিপিই সহ নিরাপত্তা প্রদান, বিশেষ ভাতা ও বীমা ঘোষণার আহ্বান

* কোভিড১৯ পরীক্ষা ও চিকিৎসাসেবার পরিধি সারাদেশে সম্প্রসারণের আহ্বান

* কমিউনিটি সেন্টার, কনভেনশন হল ও বড় হোটেলকে সাময়িক হাসপাতালে রূপান্তর করুন

*রোহিঙ্গাক্যাম্পসহ ঘনবসতিপূর্ণ স্থানকে নিবিড় পর্যবেক্ষনে আনুন

* টেস্টিংকিট, সুরক্ষা পোষাক, মাস্ক, ভেন্টিলেটর উৎপাদন ও আইসিইউ স্থাপনে অগ্রাধিকার দিন

* টেস্ট, টেস্ট আর টেস্ট — সংক্রমন প্রতিরোধে এর কোন বিকল্প নেই

* ইতিপুর্বেই ধ্বংসপ্রাপ্ত দেশের চলমান অর্থনীতির ওপর করোনার ছোবল জাতির ভবিষ্যতকে আরো বিপদে ফেলেছে

* প্রধানমন্ত্রী ঘোষিত শুধুমাত্র রপ্তানীখাতের প্যাকেজ, সংকটের তুলনায় নিতান্ত অপর্যাপ্ত

* পরিস্থিতি মোকাবিলায় GDP এর ৩% অর্থের সমন্বয়ে ৮৭ হাজার কোটি টাকার প্যাকেজ প্রস্তাব — * স্বল্প মেয়াদী খাতে ৬১ হাজার কোটি টাকা, মধ্য মেয়াদী খাতে ১৮ হাজার কোটি টাকা, অতিরিক্ত ৮ হাজার কোটি অদৃশ্য এবং অন্যান্য খাতের জন্য

* দৈনিক মজুরী নির্ভর জনগোষ্ঠীর দৈনন্দিন জীবন ধারনে চাল-ডাল এর ব্যবস্থা করতে হবে

* দুর্নীতিরোধে কেবল মাত্র সামরিকবাহিনী ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে সাহায্য কর্যক্রম চালাতে হবে

* রপ্তানীমুখী গার্মেন্টসসহ শিল্পকারখানার শ্রমিকদের আগামী ৩ মাসের বেতন সাহায্যর আওতায় আনতে হবে

* সাহায্য থেকে প্রদত্ত বেতন ভাতাদির অর্থ কেবলমাত্র ব্যাংকিং চ্যানেলে সরাসরি সুবিধাভোগীদের হাতে পৌঁছাতে হবে

* খাদ্য তথা কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সরাসরি প্রান্তিক কৃষকের হাতে অর্থ পৌঁছাতে হবে

* কৃষিঋন ও পোল্ট্রিসহ সকল ক্ষুদ্র ঋনের সুদ আগামী ডিসেম্বর পর্যন্ত মওকুফ ঘোষনা করতে হবে

* বয়স্ক নারী, বিধবা ও প্রসূতী মাতা এবং প্রতিবন্ধীদের আগামী ৩ মাসের জন্য জনপ্রতি ৫ হাজার টাকা দিতে হবে

* দেশে ফেরা প্রবাসী শ্রমিকদের নাগরিক সন্মান ও রোগ পরীক্ষা নিশ্চিত করে তাদের হাতে আপদকালীন তহবিল পৌছাতে হবে

* তথ্যের উন্মুক্তকরন ও অবাধ প্রবাহ নিশ্চিত করে গোটা প্রক্রিয়াকে স্বচ্ছ করতে হবে

* জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পরিকল্পনা গ্রহন ও বাস্তবায়ন করে এই মহামারি মোকাবিলার আহ্বান।

#Covid19 #কোভিড১৯
#বাংলাদেশ #Bangladesh

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com