টাঙ্গাইল জেলা শ্রমিক দলের খাদ্যসামগ্রী বিতরণ

0

করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারাদেশে চলছে সরকারের ঘোষিত লকডাউন। দেশের প্রতিটি স্থানে সর্তকতামূলক ব্যবস্হার অংশ হিসেবে প্রয়োজন ব্যতিত সকল ধরনের পরিবহন বন্ধ। এরই কারণে শ্রমিকরা কর্মহীন ও বেকার হয়ে পড়াছে।

এমতাবস্থায় অসহায় শ্রমিকদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন টাঙ্গাইল জেলা শ্রমিক দল। শনিবার (০৪ এপ্রিল ) সকাল ১০ টার দিকে নতুন বাস টার্মিনালে দুইশতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনায় যুবদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সার্বিক তত্বাবধানে প্রত্যেক পরিবারের জন্য ০৫ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল ও জীবানুনাশক সাবান দেওয়া হয়।

টাংগাইল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে এম মনিরুল হক ভিপি মুনীরের নেতৃত্বে এ সময় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবু সাঈদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন. মোঃ ইলিয়াস, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আমিন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক দল নেতা ইন্জিনিয়ার মাহাবুবুর রহমান, পৌর শ্রমিক দলের আহবায়ক আঃ হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সিনিয়র সহ সভাপতি মজনু মন্ডল, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ শ্রমিক নেতৃবৃন্দ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com