করোনায় অসহায় মানুষের পাশে ফুটবলার আমিনুল
করোনাভাইরাস প্রাদুর্ভাবে অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক।
বৃহস্পতিবার রূপনগর এলাকার নিজ বাসভবনে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও করোনা সুরক্ষা দ্রব্য বিতরণ করেন তিনি। বিতরণকৃত খাবার ও সুরক্ষার দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল, পেঁয়াজ, লবণ, সাবান প্রভৃতি।
আমিনুল হক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট নির্দেশনায় এলাকার অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রত্যেক মানুষকে করোনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে সাবেক এই ফুটবলার বলেন, বিএনপির প্রতিটি নেতাকর্মী তাদের সাধ্যমতো জনগণের পাশে থাকবে।