করোনায় আক্রান্ত পাঁচ চিকিৎসক, আইসোলশনে ৩০
দেশে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে পাঁচ জন চিকিৎসক ,করোনা সন্দেহে আইসোলশনে আছে আরো ৩০জন। তথ্যটি নিশ্চিত করেছে বাংলাদেশ ডাক্তার ফাউন্ডেশন।
সংগঠনিটর পক্ষ থেকে করোনা ভাইরাস সনাক্তকৃত ডাক্তার , ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন ডাক্তারদের সেবায় এগিয়ে এসেছে। এসব ডাক্তারদের যখন যা লাগে তারা সরবরাহ করছে তারা।
বাংলাদেশ ডক্টর ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ডা.কাউসার বলেন, সারা দেশে এখন পর্যন্ত পাঁচজন ডাক্তার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বশেষ পরিবাগে একজন সনাক্ত হয়েছেন। করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে আইসোলেশনে আছেন আরো ত্রিশ ডাক্তার। এসব ডাক্তারদের অনেকেই মেসে বা আলাদা বাসা নিয়ে থাকেন। তাদেরকে খাবার থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু সরবরাহ করছি আমরা। শুধু তাই নয় তাদের চিকিৎসা সেবাও দিয়ে যাচ্ছি।
সবসময় তাদের ফলোআপের মধ্যে রাখছি।