করোনা উপসর্গ নিয়ে বিনা চিকিৎসায় যুবদল কর্মীর মৃত্যু মির্জা আলমগীর এর শোক

0

ফেনী জেলাধীন সদর উপজেলার সনুয়া ইউনিয়ন যুবদলের একনিষ্ঠ কর্মী মোঃ রিপন (৩০) গত সাত দিন ধরে জ্বর, সর্দ্দি, কাশি, পেটে ব্যথা, পাতলা পায়খানা ও ভীষণ শ্বাসকষ্টে ভুগছিল। রিপনের পরিবারের সদস্যরা চিকিৎসার উদ্দেশ্যে মুমূর্ষ রিপনকে নিয়ে ফেনী সরকারী হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দৌড়ঝাঁপ করেছেন কিন্তু কোথাও কোন চিকিৎসা পাননি। অবশেষে আজ দুপুরে করোনাভাইরাসের সকল উপসর্গ নিয়ে যুবদল কর্মী মোঃ রিপন মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার, এপ্রিল ১, ২০২০ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, “মরহুম মোঃ রিপন সনুয়া ইউনিয়ন যুবদলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিল। মরহুমের পরিবার-পরিজনদের মতো আমিও তার মৃত্যুতে গভীরভাবে সমব্যাথী। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম মোঃ রিপনকে বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।”

বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com