আজও ২০০ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন কৃষক দল নেতা

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া আজও নিজ উদ্যােগে সুবিধাবঞ্চিত রাজধানীর প্রায় ২০০ অধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে চাল, আলু, মসুর ডাল সাবান ও মাস্ক বিতরণ করেছেন কৃৃষক দলের কেন্দ্রীয়়় আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ মেহেদি হাসান পলাশ।

সোমবার(৩১ মার্চ) দিনব্যাপী রাজধানীর তেঁজগা-শিল্পাঞ্চল,পল্টন,বিজয় নগরের বিভিন্ন সড়কে এবং গরীব দুস্থ অসহায় দের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

এ প্রসঙ্গে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, ‘আল্লাহতালা আমাকে সামর্থ্য দিয়েছেন আমি যতটুকু পারি দেশের এই মহাদুর্যোগে অসহায় মানুষদের পাশে থাকবো।’

এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তার এই ত্রাণ বিতরণ কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে তিনি গতকাল সুবিধাবঞ্চিত রাজধানীর প্রায় ৫০০ অধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে চাল, আলু, মসুর ডাল সাবান ও মাস্ক বিতরণ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com