জয়পুরহাটে করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে ছাত্রদল

0

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ রোধ ও জনসচেতনতা বাড়াতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার লিফলেট বিতরণ করেছে ছাত্রদল। 

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে পৌরশহরের বিভিন্ন সড়কে ব্যবসায়ী, দিনমজুর, গাড়ির ড্রাইভারসহ পথচারীদের হাতে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় জয়পুরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তাদুল হক আদনান বলেন, করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের মানুষও হুমকির মুখে রয়েছে। তবে আতঙ্কিত না হয়ে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে ভাবে আমাদের নির্দেশ দিচ্ছেন, তা সঠিক ভাবে মানলেই করোনা ভাইরাস প্রতিরোধ সম্ভব। 

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জেলা ছাত্রদল  সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে এই সব বিতরণ করছে। 

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ছাত্রনেতা মুমিন খন্দকার ডালিম উপস্থিত ছিলেন। 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com