টাংগাইল জেলা বিএনপি’র খাদ্যসামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের দেশের সংকটময় পরিস্হিতিতে সরকারের পাশাপাশি আজ সোমবার বিকালে টাংগাইল জেলা বিএনপি খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
জেলা সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. ফরহাদ ইকবালের নেতৃত্বে কর্মহীন তৃতীয় লিংগের ১০০ জনের মধ্যে প্রত্যেককে তিন কেজি চাল. এক কেজি ডাল। সমপরিমান তৈল ও আলু বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপি সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ্. তাতী দলের আহবায়ক শাহ আলম. ছাএদল নেতা ইসলাম বাবু. লিও রাকিব হাসান ও সবুজ মিয়া উপস্হিত ছিলেন।