খাদ্য সামগ্রী নিয়ে ৫০০ পরিবারের দ্বারে কৃষক দল নেতা
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিত প্রায় ৫০০ অধিক পরিবারের ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে চাল, আলু, মসুর ডাল সাবান ও মাস্ক বিতরণ করেছেন কৃৃষক দলের কেন্দ্রীয়়় আহ্বায়ক কমিটির সদস্য কৃষিবিদ মেহেদি হাসান পলাশ।
রবিবার (২৯ এবং ৩০ মার্চ) দুই দিনব্যাপী রাজধানীর বিভিন্ন সড়কে এবং গরীব দুস্থ অসহায় দের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
এ প্রসঙ্গে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ব্রেকিং নিউজকে বলেন, ‘আল্লাহতালা আমাকে সামর্থ্য দিয়েছেন আমি যতটুকু পারি দেশের এই মহাদুর্যোগে অসহায় মানুষদের পাশে থাকবো।’
এই পরিস্থিতি মোকাবেলায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তার এই ত্রাণ বিতরণ কার্যক্রম সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।