বিপুলসংখ্যক লোকের উপস্থিতিতে বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার দাফন সম্পন্ন

0

বিএনপি নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়ার নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ শনিবার নরসিংদী শিবপুর উপজেলা কারারচর ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক লোক অংশ নেন।

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কের মধ্যেও সর্বস্তরের মানুষ ছাড়াও বিএনপি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এতে অংশ নেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার্সনের সদস্য প্রেস উইং শায়রুল কবির খান।

বিএনপির পক্ষ থেকে এসময় উপস্থিত ছিলেন খায়রুল কবির খোক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, জয়নাল আবেদিন, আকরাম হোসেন। আওয়ামী লীগের স্হানীয় সংসদ সদস্যও অংশ নেন।
গত শুক্রবার রাত ৯টার দিকে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া ইন্তিকাল করেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও এডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শোক জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com