বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার মৃত্যু তারেক রহমান এর শোকবার্তা —

0

এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া’র মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছি। ১/১১ এ দেশের গভীর সংকটময় সময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত সাহসী আইনজীবী হিসেবে দলের নেতাকর্মীদের পক্ষে আইনী লড়াইয়ে তার নিবেদিতপ্রাণ ভূমিকার কথা কোনদিনই বিস্মৃত হবার নয়। তিনি আইন পেশা ও রাজনীতি উভয় ক্ষেত্রেই ছিলেন অগ্রগন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া মানবসেবাকেই রাজনীতির মহান ব্রত হিসেবে গ্রহণ করেছিলেন। সজ্জন, বিনয়ী ও আত্মপ্রত্যয়ী এই মানুষটি দেশে গভীর সংকট কালেও নীতি ও আদর্শ থেকে বিচ্যুত হননি। তিনি ছিলেন জাতীয়তাবাদী শক্তির এক অকৃত্রিম সৈনিক। আইন পেশার পাশাপাশি বিএনপি-কে সুসংগঠিত ও শক্তিশালী করতে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। গণতন্ত্রের এই সংকটকালে মরহুম সানাউল্লাহ মিয়া মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার পক্ষে ছিলেন সোচ্চার। পাশাপাশি আইনজীবী হিসেবে তিনি দলের নেতাকর্মীদেরকে আইনী সহায়তা দিতে যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আইন পেশার সাথে সাথে রাজনৈতিক সকল কর্মকান্ডে দেশ ও দলের প্রতি তাঁর অঙ্গীকার সর্বদায় স্মরণীয়। তাঁর মৃত্যুতে দলের যে ক্ষতি হলো তা সহজে পূরণ হবার নয়।

আমি মরহুম সানাউল্লাহ মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com