বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার মৃত্যু মির্জা আলমগীর এর শোকবার্তা —
বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার মৃত্যু
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা —
দেশের বিশিষ্ট আইনজীবি হিসেবে মরহুম সানাউল্লাহ সাহেব যে অবদান রেখেছেন তা নি:সন্দেহে প্রশংসনীয়। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী, সৎ, কর্তব্যনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ও আইনজীবী মরহুম সানাউল্লাহ মিয়া রাজনৈতিক জীবনে নীতির প্রশ্নে কখনো আপোষ করেননি। রাজরোষে পড়া সত্বেও তিনি তাঁর আদর্শ থেকে কখনোই বিচ্যুৎ হননি। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জন ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। জনঘনিষ্ঠ রাজনীতিবিদ ছিলেন বলেই আজ তাঁর মৃত্যুতে দলের নেতাকর্মীদের মনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও চিন্তার অনুসারী হিসেবে নিজেকে জাতীয়তাবাদী রাজনীতির একজন কর্তব্যনিষ্ঠ সংগঠকে পরিণত হয়েছিলেন। জাতির এই ঘোর দুর্দিনে মরহুম সানাউল্লাহ মিয়া গণতান্ত্রিক সংগ্রামের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুণ:রুদ্ধারের সংগ্রামে নিজেকে শক্তভাবে যুক্ত রেখেছিলেন। বর্তমান দু:সময়ে ভয় ও আশঙ্কার বিরাজমান পরিবেশে সানাউল্লাহ সাহেবের মতো একজন বলিষ্ঠ আইনজীবির উপস্থিতি খুবই আবশ্যক ছিল। তাঁর ইহধাম ত্যাগ আমাদের মধ্যে গভীর শুন্যতার সৃষ্টি করবে। আমি মরহুম সানাউল্লাহ মিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।