রাস্তায় জীবাণুনাশক স্প্রে ছেটাচ্ছে ছাত্রদল

0

করোনা পরিস্থিতিতে জীবাণুনাশক স্প্রে ছিটানোর কর্মসূচি ঘোষণা করেছে সাতক্ষীরা জেলা ছাত্রদল। শুক্রবার সকাল ৮টায় জেলার কলারোয়া পৌরসভা, সরকারি কলেজ ও বাজার এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু করেন দলের কর্মীরা।

জীবানুনাশক স্প্রে ছিটানো কার্যক্রমে অংশ নেন ছাত্রদল নেতা আলী হোসেন, মুসা কায়মুল্লাহ্ করীম, ইসারুল ইসলাম, মামুন হোসেন, মাহিনুর ইসলাম সাগর, আরিফ, ফয়সাল, হুসাইন, হৃদয় রহমান, গণি, তিতুমির, জাহাঙ্গীর হোসেন।

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় জীবাণুনাশক স্প্রে ছিটানোর জন্য জেলার সাতটি উপজেলা ছাত্রদলসহ সকল ইউনিটকে নির্দেশনা প্রদান করা হয়েছে। ইতোমধ্যে শুক্রবার সকালে কলারোয়া উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা কার্যক্রমের উদ্বোধন করেছেন। আগামীকাল (শনিবার) থেকে একযোগে সকল উপজেলায় এ কার্যক্রম শুরু হবে।

তিনি বলেন, সংকটকালীন এ মুহূর্তে সকল নেতাকর্মীদের একযোগে এগিয়ে আসতে হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com