মায়ের চিকিৎসায় স্ত্রী জোবায়দাকে দায়িত্ব দিলেন তারেক

0

গুলশানের বাসভবন ফিরোজায় ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা দিচ্ছেন। তবে খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতার জন্য চিকিৎসা তদারকির দায়িত্ব নিয়েছেন তাঁর পূত্রবধু জোবায়দা রহমান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, মেডিকেল বোর্ড চিকিৎসা দিলেও তাঁর পরিবারের সদস্যরা চিকিৎসা বিষয়ে সব ধরনের দায়িত্ব দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে। বোর্ডের চিকিৎসকরা তাঁর সঙ্গে সমন্বয় করেই চিকিৎসা দেবেন। 

খালেদা জিয়ার ছোট বোন সেলিমা ইসলাম জানান, বাড়ি ফেরার পরে সে মানসিকভাবে ভালো তাকলেও সুস্থ্য নেই। শ্বাসকষ্ট হচ্ছে, হাত নাড়াতে পারেন না। আপাতত বাড়িতে যতটা সম্ভব চিকিৎসা দেয়া হবে। একটু সুস্থ্য হয়ে উঠলে, তাঁর পছন্দমত হাসপাতালে উন্নত চিকিৎসা দেয়া হবে। সেই পযন্ত চিকিৎসার যাবতীয় দেখভাল করবেন জোবায়দা রহমান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com