নাটোরের ত্রিমুখী সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

0

নাটোরের বড়াইগ্রামের সড়কে অটোভ্যান ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আলমগীর কবির (২৬) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত আলমগীর কবির বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার নুরুল কবীরের ছেলে। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ১১ মার্চ আহম্মেদপুর এলাকায় অটোভ্যান ও দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আলমগীর কবির গুরুতর আহত হন।

পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মঙ্গলবার বিকালে তিনি মারা যান।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com