‘সরকার বিরুদ্ধ মত যেভাবে দমন করে করোনা পারছে না’
বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিরুদ্ধ মতের লোকদের সরকার যেভাবে দমন করছে, সেভাবে করোনাভাইরাস প্রতিরোধ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘এই ভাইরাস প্রতিরোধে সরকারের উদ্যোগকে শুধু লিপ সার্ভিস বলা যেতে পারে। তেমন জোরালো উদ্যোগ দেখা যাচ্ছে না।’
সোমবার মতিঝিলের বাংলাদেশ ব্যাংক এলাকায় কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের মাঝে করোনাভাইরাস মোকাবিলায় করণীয়বিষয়ক লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
এ সময় রিজভী ফুটপাতের দোকানদার থেকে শুরু করে রিকশাচালক, যাত্রী ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তাদের সচেতন হতে অনুরোধ জানান।
তিনি বলেন, ‘আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই মহামারী আমাদের দেশে সেভাবে না দেন। বাংলাদেশের মতো একটি ঘনবসতিপূর্ণ দেশে করোনাভাইরাস আক্রমণ করলে তা যে কতটা মানববিপর্যয় ডেকে আনবে তার কোনো ঠিক নেই।
বিকেলে বনানী সুপার মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করেন রিজভী। এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, সত্য লেখার কারণে মানবজমিনের সম্পাদক মতিউর রহমানের মতো সাংবাদিকের নামে মামলা দেওয়া হয়েছে। কুড়িগ্রামে আরিফের মতো সাংবাদিককে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে নির্যাতন করছে। সরকার বিরোধী মত যেভাবে দমন করতে পারে, সেভাবে করোনা নিয়ে রাষ্ট্রের যে দায়িত্ব সেই দায়িত্ব ঠিকভাবে পালন করছে না।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন মামুন, ছাত্রদলের সাবেক নেতা আহসান উদ্দিন খান শিপন, ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।