এরা ডেঙ্গুই থামাতে পারে না, করোনা হলে তো স্বীকারই করবে না: মান্না

0

নেতাকর্মীদের উদ্দেশ্যে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বাংলাদেশে এমন একটা সরকার এরা তো ডেঙ্গুই, থামাতে পারে না। করোনা যদি হয় স্বীকারই তো করবে না। অনেকে বলছেন, কোন মন্ত্রীর নাকি… জানি না সত্যি কি মিথ্যা। অতএব নিজেরা সুস্থ থাকেন। ঠিকমতো হাত ধোন, লেবুর পানি বেশি করে খান। গরম পানি ব্যবহার করেন।’

তিনি বলেন, ‘সরকার অস্বীকার করছে দেশে কোনো সমস্যা নাই। কিন্তু, গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে বাংলাদেশে করোনা ভাইরাসের সম্ভাবনা প্রচুর। ইরান পর্যন্ত আসছে তারপরেই পাকিস্তান-ভারত।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা ফোরাম আয়োজিত  ‘নাগরিক অধিকার, ন্যায় বিচার এবং বেগম খালেদা জিয়া’ শীর্ষক মতবিনিময় সভা তিনি এ কথা বলেন। 

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘যদি করোনা ভাইরাস জেলের মধ্যে ডুকে, বেগম জিয়া অবশ্য জেলে নাই এখন। যদি তিনি জেলে থাকতেন, এ সরকার বলতো ভালই হয়েছে তারাতারি শেষ হয়েছে। কিন্তু, যদি হসপিটালে যায়!’

খালেদা জিয়ার মুক্তি দাবিতে আন্দোলনের কথা জানিয়ে তিনি বলেন, ‘আন্দোলন করতে হবে। আর সে আন্দোলন আবেগ আর গরম গরম বক্তিতা না। খুব ঠাণ্ডা মাথায়, ভেবে চিন্তে, কৌশলে, বুদ্ধি খাটিয়ে রাজপথে নামেন, তার বিকল্প না। আর যদি নামতে পারেন তাহলে দেখবেন তাদের পালাবার পথ বন্ধ হয়ে গেছে।’

মান্না বলেন, ‘আমি সেদিন দেখলাম হাটহাজারী সভা করে বললো মোদী যদি আসে তাহলে সব বিমানবন্দর বন্ধ করে দেবো। বিএনপির কোনো নেতা কি বলছেন, বেগম জিয়া যদি ৪৮ ঘণ্টার মধ্যে বের না হয় পুরো দেশ বন্ধ করে দেবো।’

তিনি বলেন, ‘অনেকে বলতে পারেন, একবার তো হুংকার দেয়, পরে আবার তো সরকারের পাও ধরে। আমরা যে কে কখন কি করি, দিনের বেলা, রাত্রের বেলায় সব তো জানি না। কিন্তু আমরা একবার যদি দাঁড়িয়ে বলতে পারতাম….।

মান্না বলেন, ‘অবশ্যই আন্দোলন করেই, ন্যায় বিচার, বেগম জিয়ার মুক্তি, নাগরিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। অন্যভাবে পারবেন না।’

সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস‌্য ব‌্যা‌রিস্টার মওদুদ আহ‌মেদ, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহীম,  বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী  শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণ ফোরামের আব্দুলাহ আবু সাইদ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com