আসুন গণতন্ত্রর জন্য আর একটি লড়াই করি: রব
বিএনপি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ‘দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন জীবনের শেষে পর্যায়ে আরেকটি মুক্তিযুদ্ধ , লড়াই করি।’
শুক্রবার (৬ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা ফোরাম আয়োজিত মতবিনিময় সভা তিনি এ কথা বলেন।
আ স ম আবদুর রব বলেন, ‘আইন ও বিচার বিভাগ এ দুটা নিহত, আমরা আহত। কোর্ট কাচারিতে গিয়ে দেন-দরবার করে খালেদা জিয়ার মুক্তি হবে না। রাষ্ট্র আর রাষ্ট্র নাই, প্রশাসনিক বিভাগের অধীনে রাষ্ট্র, জনগণ। সংবিধান বহাল রেখে সামরিক শাসন জারি করেছিল মোস্তাক আর বর্তমান সরকার সংবিধান বহাল রেখে অলিখিত সামরিক শাসন জারি করেছে।’
সরকারের উদ্দেশ্য তিনি বলেন, ‘জনগণ প্রস্তুত হয়ে আছে। কিন্তু নেতৃত্বের সংকট। বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটি মারা গেছে তার জানাজায় এক লক্ষ লোক হয়েছে এটা একটা মেসেজ। আপনি যতই উন্নয়নের কথা বলেন না কেন মানুষের মন ভোলাতে পারবেন না। জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা ভোট কেন্দ্রে যাবে না। ভোট কেন্দ্রে না গেলে সরকার পরিবর্তনের উপায় কি? জনগণ বলছে আপনারা রাজনৈতিক নেতারা সিদ্ধান্ত নেন আমরা প্রস্তুত আছি। খালেদা জিয়াকে মুক্ত করবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আপনারা সিদ্ধান্ত নিন আমরা প্রস্তুত আছি।’
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনার রাস্তায় নামেন আমরা আপনাদের সাথে আছি। এই বাংলাদেশের বুকে আর যেন এরকম কোন স্বৈরাশাসক না আসে সেই ব্যবস্থা করেন। এই সরকার যদি আরও কিছুদিন থাকে তাহলে আমরা আমাদের মা-বোনদের নিয়ে বসবাস করতে পারবে না। এই সরকারের লোকজন ঘর থেকে তাদেরকে টেনে বের করে নিয়ে যাবে। তাই যত দ্রুত সম্ভব সরকারের পরিবর্তন আনতে হবে। শুধু এই সরকার বদলালে হবে না । শাসন পদ্ধতি ও বদলাতে হবে। এই ধরনের ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী সরকার যেন আর কোনদিন ক্ষমতায় আসতে না পারে।’
বিএনপি নেতাকর্মীদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন জীবনের শেষে আরেকটি মুক্তিযুদ্ধ, লড়াই করি।’
সংগঠনের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, গণফোরামের আব্দুল্লাহ আবু সায়্যেদ প্রমুখ।