বিএনপির জন্য রিজভীর অবদান স্মরণীয়: মওদুদ

0

দলের জন্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর যে অবদান যে ত্যাগ তা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ।

শুক্রবার (৬ মার্চ) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রিজভীর লেখা ‘সময়ের স্বরলিপি’ বইয়ের পাঠ উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, ‘এই দলের জন্য রিজভীর অবদান ও ত্যাগ আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। রিজভী দিনের পর দিন পল্টন অফিসে দিন কাটায়, ভাবিও তাকে সমর্থন দেন উৎসাহ দেন। না হলে কিভাবে সে এখানে দিন কাটায়।’ 

তিনি বলেন, ‘রিজভীর রক্তে পার্টি অফিস। মানে পার্টি ও দল একেবারে তার ধমনীতে মিশে গেছে। শত অত্যাচার নিপীড়ন নির্যাতন জেলজুলুমের মধ্যেও কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির জন্য রাস্তায় নেমে মিছিল করছে রিজভী। যাদের করার কথা তাদের তো দেখি না। সে দলটাকে পাহারা দিচ্ছে। রিজভী এই অবদান বিএনপির নেতাকর্মীরা কোনদিন ভুলতে পারবে না।’

মওদুদ আরও বলেন, ‘আমাদের দেশে পড়ার লোক খুবই কম। দলের প্রত্যেক নেতাকর্মী এই বইটা যেন পড়েন। রিচ ভান্ডার রিজভীর লেখা, দর্শনের মধ্যে রয়েছে। বইটি জনখ্যাত লাভ করবে।’ বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের এই বইটি পড়া আহ্বান জানান তিনি।

মওদুদ বলেন, ‘আমিও লিখেছি, কিন্তু ছাপতে পারছি না। নিষেধাজ্ঞা আছে।’

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিএনপির ভাইস প্রেসিডেন্ট এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com