জাতীয় সংসদ উপ-নির্বাচন গাইবান্ধা – ৩ সংসদীয় আসন নির্বাচন পরিচালনা কমিটি গঠন
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আসাদুল হাবিব দুলু নেতৃত্বে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি।
কমিটির অন্য সদস্যরা হলেন—
১* সাইফুল আলম সাজু
২* আব্দুল খালেক বাবু
৩* জাহাঙ্গীর আলম
৪* খন্দকার আহাদ আহমেদ
৫* মাহমুদুন্নবী টুটুল
৬* শহিদুজ্জামান শহিদ
৭* এড,হানিফ বেলাল
৮* খন্দকার ওমর ফারুক সেলু
কমিটি প্রয়োজন মোতাবেক এক বা একাধিক নেতৃবৃন্দকে কমিটিতে কো-অপ্ট করতে পারবেন।