জাতীয় সংসদ উপ-নির্বাচন বগুড়া – ১ সংসদীয় আসন নির্বাচন পরিচালনা কমিটি গঠন
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোহাম্মদ শাহজাহানের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিএনপি।
কমিটির অন্য সদস্যরা হলেন—
১* এড, মাহবুবুর রহমান
২* হেলালুজ্জামান তালুকদার লালু
৩* রুহুল কুদ্দুস তালুকদার দুলু
৪* এড, ফজলুল বারী তালুকদার বেলাল
৫* এড, সাইফুল ইসলাম
৬* আলী আজগর তালুকদার হেনা
৭* মোরশেদ মিল্টন
৮* এ কে এম আহসানুল হাবিব রাজা
৯* মীর শাহ আলম
১০* তৌহিদুল আলম মামুন
১১* মাসুদুর রহমান হিরু মন্ডল
১২* এড, নুর এ আযম বাবু
১৩* এরফানুর রহমান রিন্টু
কমিটি প্রয়োজন মোতাবেক এক বা একাধিক নেতৃবৃন্দকে কমিটিতে কো-অপ্ট করতে পারবেন।