২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘শহীদ’ শব্দটি শুধু ব্যক্তির প্রাণ উৎসর্গ নয়, এটি একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা। নতজানু রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্র গঠনের অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে ইমাম হোসেন তায়িম একজন। ১৯৭১ সালে যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, তেমনি ২০২৪-এর জুলাই আন্দোলনের শহীদরাও মুক্তিযোদ্ধা।
রিজভী বলেন, রাজধানী থেকে দূরে প্রত্যন্ত এলাকার একটি ধানের ক্ষেতের পাশে তায়িম শুয়ে আছেন। কিন্তু তার আত্মত্যাগের কারণ যেন মানুষ ভুলে না যায়। আমরা তার এই ত্যাগ প্রতি মুহূর্তে স্মরণ করি। কারও জমি দখল করতে বা গ্রাম্য মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা।
সোমবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণঅভ্যুত্থানে নিহত ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
তায়িমের মাকে উদ্দেশ করে রিজভী বলেন, জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছেন। গণতন্ত্রের জন্য তায়িমরা এখনো প্রস্তুত। তার আত্মত্যাগ আমরা যেন কখনো না ভুলি, তবেই তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখানো হবে।
বেলা ১১টায় এতবারপুর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন রিজভী। ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে তিনি শোকসন্তপ্ত পরিবারকে আর্থিক সহায়তা ও সমবেদনা জানান।