সুষ্ঠু নির্বাচন হলে ফেনীতে বিএনপি জয়লাভ করবে: আবদুল আউয়াল মিন্টু

0

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচনে অংশ নেবেন। তিনি এখন কিছুটা সুস্থের দিকে আছেন।

বুধবার (৩০ জুলাই) দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচিত সরকার ভালো কাজ করবে। কারণ জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা থাকে। এ দায়বদ্ধতা থেকে তারা ভালো কাজ করে, সরকার দায়বদ্ধ না হলে ভালো কাজ করবে না। লন্ডনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারির আগেই নির্বাচন হতে পারে। আমরা আশা করছি, হয়তবা জানুয়ারিতে ভোট হয়ে যেতে পারে।

তিনি বলেন, কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা পেন্ডিং আছে। সেক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করি, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে সেখানে বিপুল ভোটে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিতবে।

আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের ফেনীবাসীর দুর্ভাগ্য যে আমরা অভিজ্ঞতা সম্পন্ন লোককে দায়িত্বে পাই না। সেক্ষেত্রে বর্তমান ফেনী জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই সর্বস্তরের লোকদের এক জায়গায় একত্রিত করতে পেরেছেন বলে। আমি আশা করি, এ প্রকল্পের মাধ্যমে ফেনীবাসীর দুর্ভোগ লাঘব হবে। তিনি যত দ্রুত সম্ভব ওই প্রকল্পটি বাস্তবায়ন করার ওপর জোর দিয়ে বলেন, যত দ্রুত প্রকল্পটি বাস্তবায়িত হবে ততই ভালো হবে। এ ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ লোককে কাজে লাগালে কাজটি দ্রুত টেকসইভাবে সম্পন্ন করা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.