অধিনায়কত্বের শুরুটা কী দারুণই না কাটছে শুভমান গিলের
অধিনায়কত্বের শুরুটা কী দারুণই না কাটছে ভারতীয় তারকা শুভমান গিলের। ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে নেমেই সেঞ্চুরি, এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসেও খেললেন ক্যারিয়ারসেরা এক ইনিংস। চলমান এজবাস্টন টেস্টে ২৬৯ রানে গিলের ব্যাট থেমেছে। যা ভারতীয় কোনো টেস্ট অধিনায়ক হিসেবে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের পর টেস্টেও ডাবল সেঞ্চুরি করে গিল একটি এলিট লিস্টে নাম তুলেছেন।
৩৮৭ বলের ইনিংসে ৩০টি চার ও তিন ছক্কায় ২৬৯ রান করেন ভারতীয় এই তারকা ব্যাটার। ব্যাট হাতে দারুণ ফর্ম দেখিয়েই যেন রোহিত-কোহলি পরবর্তী ভারতীয় টেস্ট দলের বিশ্বস্ত নামটি ঘোষণা দিতে চাইলেন গিল। ওয়ানডে ও টেস্ট উভয় ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করা ব্যাটারের সংখ্যা মাত্র ৫। শেষ নামটি গিলের। এর আগে এই তালিকায় নাম উঠিয়েছেন– শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, বীরেন্দর শেবাগ ও ক্রিস গেইল। এই রেকর্ডে নেতৃত্ব দিচ্ছে ভারতীয়রা।
এর আগে ২০২৩ সালের ১৮ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠ হায়দরাবাদে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি (২০৮) করেছিলেন গিল। এবার সাদা পোশাকে পেলেন ম্যারাথন ইনিংসের স্বাদ। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে টেস্ট ও ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। ২০১০ সালে ফেব্রুয়ারিতে তিনি ওই কীর্তি গড়েন। ২৪ বছরের দীর্ঘ ক্যারিয়ারে টেস্টে ছয়টি দ্বিশতক আছে শচীনের। আর ৪৬৩ ওয়ানডেতে করেন একটি ডাবল সেঞ্চুরি।
এক বছর পরই শচীনের রেকর্ডে ভাগ বসান তার সতীর্থ ওপেনার শেবাগ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১১ সালের ডিসেম্বরে তিনি ওয়ানডে ম্যাচে ২১৯ রানের একটি ইনিংস খেলেন। যা তাকে টেস্টের পর ওয়ানডেতেও দ্বিশতকের যৌথ এলিট লিস্টে প্রবেশ করায়। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে শেবাগ টেস্টে ছয়টি ডাবল (এর মধ্যে দুটিতে ত্রিপল সেঞ্চুরি) এবং ওয়ানডেতে একটি ডাবল সেঞ্চুরি করেছেন।
দুটি ফরম্যাটেই ডাবল সেঞ্চুরি করা এর পরের নামটি রোহিত শর্মার। বর্তমানে ভারতের এই ওয়ানডে অধিনায়ক অবশ্য কেবল ওয়ানডেতেই তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন। যা বিশ্বরেকর্ড। ২০১৩ সালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৯, পরের বছর শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৪ এবং ২০১৭ সালে একই দলের সঙ্গে ২০৮* রানের ইনিংস খেলেন। রোহিত টেস্টে একমাত্র ডাবল সেঞ্চুরি করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০১৯ সালে রাঁচিতে তিনি ২৫৫ বলে বলে ২১২ রানের ইনিংস খেলেন।
একমাত্র নন-ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ানডে-টেস্ট উভয় ফরম্যাটে ডাবল সেঞ্চুরি আছে ‘ইউনিভার্স বস’খ্যাত ক্যারিবীয় কিংবদন্তি ক্রিস গেইলের। ২২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১০৩টি টেস্ট ও ৩০১টি ওয়ানডে খেলেছেন। টেস্টে একটি ডাবল ও দুটি ত্রিপল সেঞ্চুরি এবং ওয়ানডেতে একবার দ্বিশতক করেন এই আগ্রাসী ওপেনার। ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৭ বলে ২১৫ রানের ইনিংস খেলেন গেইল।