উরুগুয়ের ফুটবলে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে মেসি ও সুয়ারেজ

0

উরুগুয়ের ফুটবলে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির যৌথ উদ্যোগে গড়া ক্লাব দেপোর্তিভো এলএসএম। চতুর্থ বিভাগ (ডিভিশন ডি) থেকে যাত্রা শুরু করতে যাওয়া এই ক্লাব এরই মধ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ রাফায়েল কানোভাসের অধীনে মন্টেভিদিও ওয়ান্ডারার্স রিজার্ভকে ৫-১ গোলে হারিয়ে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে দলটি।

ম্যাচ শেষে খেলোয়াড় ও কোচিং স্টাফ দুপুরের খাবারের টেবিলে বসতেই আসে এক বিশেষ চমক। হঠাৎই ভিডিও কলে যুক্ত হন ইন্টার মায়ামির দুই মহাতারকা লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। সুয়ারেজ প্রথমে খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘প্রথমেই আমরা সবাইকে শুভেচ্ছা জানাতে চাই এবং অভিনন্দন জানাতে চাই তোমাদের কাজের জন্য। সবকিছু আমরা খেয়াল রাখছি। তোমাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ। কারণ আমরা জানি কাজ ও পড়াশোনার সঙ্গে ফুটবল সামলানো সহজ নয়। আমরা নিজেরাও আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, যেমনটা তোমরা করছো।’

খেলোয়াড়রা দুই কিংবদন্তির কথা মনোযোগ দিয়ে শুনছিলেন ফুটবলাররা। কারও মুখে ছিল নার্ভাস হাসি, কেউ বা বিস্ময়ে অভিভূত। এরপর বক্তব্য দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি। তিনি বলেন, ‘সময় খুব বেশি নেই। সুযোগটা কাজে লাগাও, উপভোগ করো। আর আশা করি সবার জন্যই ভালো কিছু হবে। আমরা তোমাদের দেখছি সবসময়। সামনাসামনি দেখা হওয়ার আগ পর্যন্ত এভাবেই দূর থেকে হলেও দেখে ভালো লাগছে।’

গত ২৭ মে এই ক্লাবের ঘোষণা দেন সুয়ারেজ। সবচেয়ে নিচের বিভাগ থেকে শুরু করলেও এটি ছিল তার বহুদিনের স্বপ্ন। সুয়ারেজ বলেন, ‘অনেক মানুষ কঠোর পরিশ্রম করছে। তাদের ছাড়া এই প্রকল্প এতটা এগোতো না। আমার পরিবার ও আমি সত্যিই এই স্বপ্নে বিশ্বাস করি।’ মেসি ও সুয়ারেজের সরাসরি সম্পৃক্ততার কারণে এই ক্লাবকে ঘিরে সমগ্র উরুগুয়ে এবং তার বাইরেও তৈরি হয়েছে তুমুল আগ্রহ।

দেপোর্তিভো এলএসএম এর প্রথম ম্যাচের তারিখ নির্ধারিত হয়েছে আগামী ২৩-২৪ আগস্ট। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ আকাদেমিয়া। তবে সম্প্রচার স্বত্বজনিত সমস্যার কারণে সূচিতে সামান্য পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। ক্লাবটির প্রশাসনিক ও টেকনিক্যাল কাঠামোও এখন চূড়ান্ত। ৪১ বছর বয়সী কোচ রাফায়েল কানোভাস এই ক্লাবের প্রধান কোচ। তিনি এর আগে মারাথন দে হন্ডুরাস ও মিরামার মিশিওনেসে সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া ডিভিশন বি এর দেপোর্তিভো কুপারের কোচও ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.