আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত
আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে ভারত।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঘোষিত ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। টেস্ট অধিনায়ক শুবমান গিলকে করা হয়েছে সহ-অধিনায়ক। আজ প্রধান নির্বাচক অজিত আগরকার এই দল ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুর দেড়টার সময় দল ঘোষণার কথা থাকলেও সেটা প্রায় দেড় ঘণ্টা পিছিয়ে যায়। মুম্বাইয়ে বৃষ্টির কারণে দল নির্বাচনের সভায় বসতেই দেরি হয়েছিল। শুবমান গিলের সুযোগ হবে কিনা- সেটা নিয়েই জল্পনা হচ্ছিল বেশ। শেষ পর্যন্ত তাকে সহ-অধিনায়ক করা হয়েছে। ভারতের সর্বশেষ দুই সিরিজে শুবমান না থাকায় এই দায়িত্ব পালন করেছেন অক্ষর প্যাটেল।
তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে। আইপিএলে ভালো পারফরম্যান্সের পরেও সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। দল ঘোষণার আগে শোনা যাচ্ছিল, রিঙ্কু সিং সুযোগ পাবেন না। কিন্তু তার ওপর ভরসা রেখেছেন নির্বাচকেরা। দ্বিতীয় উইকেট কিপার হিসাবে জায়গা পেয়েছেন জিতেশ শর্মা।
পেস বোলিং অল-রাউন্ডার হিসাবে আছেন হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে। স্পিন অল-রাউন্ডার হিসাবে নেওয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। বিশেষজ্ঞ স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। জসপ্রিত বুমরার নেতৃত্বে পেস আক্রমণে আছেন আর্শদীপ সিং এবং হর্ষিত রানা। স্ট্যান্ডবাই হিসেবে আরও আছেন প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল।
ভারতের এশিয়া কাপ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রিত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত সিং, রানা, রিংকু সিং।
স্ট্যান্ডবাই: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল।